সমস্ত সিগারেট প্রেমীর হাতে জ্বলন্ত সিগারেটের বদলে থাকবে মাউথ অর্গান .. এই স্বপ্ন দেখি
সমস্ত সিগারেট প্রেমীর হাতে জ্বলন্ত সিগারেটের বদলে থাকবে মাউথ অর্গান .. এই স্বপ্ন দেখি।
আজ ৩১ সে ডিসেম্বর নো টোবাকো’ডে তে পত্রিকাকে বিশেষ সাক্ষাৎকারে জানালেন জাতীয় পুরস্কার প্রাপ্ত , বিশ্বরেকর্ডধারী হারমোনিকা শিল্পী সোহম মুখোপাধ্যায়
বিশেষ প্রতিবেদন:
আজ সমগ্র পৃথিবী জুড়ে পালিত হচ্ছে তামাক বিরোধী দিবস , ধূমপান যে ধিকিয়ে ধিকিয়ে শেষ করছে আমাদের জাতি ও সমাজকে এবং তার ফলস্বরূপ আমরা প্রত্যক্ষ করছি লাংস ইন্সফেকশন , COPD , Breathing deficiency ও নানাবিধ পালমোনারি সমস্যা । শুধু তাই নয় এই তামাক বা ধূমপান ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে সমাজের কোনায় কোনায় , ছাড়খাড় করে দিচ্ছে ছাত্র যুবসমাজকে । আজকের দিনে দাঁড়িয়ে একটু অন্যরকম ভাবে সমাধান খুঁজে পাওয়া যায় জাতীয় পুরস্কার প্রাপ্ত বিশ্বরেকর্ডধারী হারমোনিকা শিল্পী সোহম মুখোপাধ্যায়ের সঙ্গে একান্ত আলাপচারিতায়।
ছেলেবেলায় , দশ বছর বয়সে একান্ত ভালোবেসে সোহম জড়িয়ে ধরেছিলেন হারমোনিকা বা মাউথ অর্গান কে। এর পর বছরের পর বছর তার শিক্ষাগ্রহণ ও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় জীবনে অগুনতি স্টেজ শো , টিভি চ্যানেল গুলোতে পরিবেশন , ভারতীয় প্রাণযোগ পদ্ধতি ব
নবপ্রয়োগে নাক দিয়ে হারমোনিকা, মেলোডিকা,বাঁশিসহ অন্যান্য সমস্ত শ্বাসবায়ু দ্বারা বাজানো সম্ভব এমন বাদ্যযন্ত্রগুলিকে অক্লেশে সারাদিন বাজিয়ে বিশ্বের দরবারে কুর্ণিশ আদায় করে নেওয়া এই শিল্পী তারপর হঠাৎই সবকিছু ছেড়ে নিজেকে বন্দী করে রাখা প্রায় এক যুগ । কিন্তু কেন ?
সোহমের কথায় , হারমোনিকা বাজিয়ে অজস্র মানুষকে আনন্দ দিয়েছি, হাততালি কুড়িয়েছি , টিভিতে নানান শোতে মাউথ অর্গান বাজিয়েছি সেই ২০০৫ থেকে , কিন্তু কোথাও কোনো একটা কারণে নিজেকে সীমাবদ্ধ মনে হতো। মনে হতো মানুষের জন্য, সমাজের স্বার্থে এই হারমোনিকাকে সঙ্গী করে কী কোনোভাবে নিজেকে নিয়োজিত কর
Comments
This post currently has no comments.