পরিস্থিতি আর সময় মত জটিল হবে , তত সহজে তুমি মানুষ চিনতে শিখবে
পরিস্থিতি আর সময় মত জটিল হবে , তত সহজে তুমি মানুষ চিনতে শিখবে । মানুষ চেনা খুব জটিল । আমাদের চারপাশে যে মুখগুলো আমরা দেখি সেগুলোর বেশিরভাগই মুখোশের আড়ালে থাকে। তারা প্রতিবেশী সেজে , আত্মীয় সেজে, কিংবা বন্ধু সেজে তোমার খবর রাখে , তুমি কখন কাজে বেরোচ্ছ , তুমি কখন বাড়ি ফিরছ, তোমার লাভ রিলেশন, তোমার ইনকাম সব তাদের জানা চাই। তারা তোমার সামনে এত ভালো ব্যবহার করবে যেন তোমার ভালো তারা সবসময় চায়। কিন্তু মনে হয় মনে তারা সবসময় চাইবে তোমার ধ্বংস , তোমার ক্ষতি । এবং তোমার আড়ালে তোমার বিশ্বাস করে তাকে বলা কথাগুলো বাজারে অন্যদের বলে তোমাকে তারা এক্সপোজ করতে ব্যস্ত হয়ে পড়বে ।
তাদের আসল পরিচয় তুমি তখনই পাবে, যখন তুমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, বা যখন খুব অসহায় হয়ে পড়েছ । তখন তুমি দেখতে পাবে তোমার বিশ্বাসের মানুষগুলো কীভাবে পাল্টে যাচ্ছে ধীরে ধীরে।
যদি কোনোভাবে এই উপরের ঘটনা তোমার সঙ্গে ঘটে , তাহলে তুমি ভাগ্যবান , তোমার ধন্যবাদ দেওয়া উচিত সেই খারাপ সময়কে, যার জন্য এত গুলো মানুষের মুখোশের আড়ালে থাকা আসল মুখটা তুমি দেখতে পেলে। কারণ এই খারাপ সময়টা তোমার জীবনের এই সময়ে না এলে তুমি জীবনের আরো হয়তো অনেকগুলো বছর নষ্ট করে ফেলতে মানুষ গুলোকে প্রিয়জন হিসেবে ভেবে। তুমি খুব ভাগ্যবান যে , সময় তোমাকে আসল রূপ দেখিয়ে দিয়ে গেছে। তবে তোমার ডিপ্রেশনের ও কোনো কারণ নেই, কষ্ট পাওয়া ও উচিত নয় ,
আসলে এই কষ্টের জন্য দায়ী সেই মানুষটা নয় ,দায়ী তুমি নিজে , দায়ী তোমার expectation.. হয়তো সেই মানুষটা অতটা ভালোবাসা ডিসার্ভ করে না, যা তুমি তাকে দিতে চেয়েছিলে। তাই এই অভিজ্ঞতা তোমাকে আরো বেশি করে মানুষ চিনতে শেখাবে , শেখাবে কতটা কথা তুমি তোমার পরিচিতদের মধ্যে শেয়ার করা উচিত , আর তত বেশি করে তুমি পরিণত হবে তোমার নিজের আপগ্রেডেড ভার্সনে।
মনে রেখো মেঘ দেখে কেউ কর
Comments
This post currently has no comments.