আজ মিস করছিলাম পুরোনো টিম ইন্ডিয়াকে
আজ মিস করছিলাম পুরোনো টিম ইন্ডিয়াকে। আজ খালি মনে হচ্ছিল ধোনি থাকলে ম্যাচটা ঠিক বেরিয়ে যেত। আজ মিস করছিলাম সেই টিম ইন্ডিয়াকে , যারা প্রথম ভারতকে টি ২০ বিশ্বকাপ এনে দিয়েছিল। জানি না আমার মতো আর কার কার সেই টিম ইন্ডিয়াকে মনে পড়ছিল আজ। আজ মনে পড়ছিল ব্যাট ঘোরাতে ঘোরাতে মাঠে নামা ওপেনার সেওয়াগকে । আজ মনে পড়ছিল যুবরাজ আর কাইফের কথা । যুবরাজের এর ব্যাট থেকে বল নয় আগুনের গোলা বেরোত। মনে পড়জিল আর পি সিং মানে রুদ্রপ্রতাপ সিং এর আগুন ঝড়ানো বোলিং । মনে পড়ছিল ভাজ্জির চোখ রাঙানো স্পিন বা যোগিন্দর সিং এর শেষ ওভারে পাকিস্তান কে থামিয়ে দেওয়া।
আর একটা মানুষকে খুব মনে পড়ছিলো । মানুষটার নাম মহেন্দ্র সিং ধোনি। যে মানুষটা একাই উইকেটের পিছনে একটা হারা ম্যাচকে বের করে আনতে পারত তার নিজ চাতুর্যে সেই ধোনিকে মিস করছিলাম। যে মানুষটা শেষ ওভারে আনকোরা বোলারের হাতে বল দিয়ে ম্যাচ বের করে আনত অবলীলায়, সেই ধোনিকে মিস করছিলাম । যে লোকটা মাঠে নেমেই স্কোরবোর্ডকে পেছনে ফেলে দিত হেলিকপ্টার শট মেরে আজ সেই ধোনিকে মিস করছিলাম।আজকের ভারতীয় টিমের যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই আমার কিন্তু কোথাও না কোথাও ধোনির মধ্যে একটা এক্স ফ্যাক্টর ছিল যা আজ আর কোনো ইন্ডিয়া ম্যাচে পাওয়া যায় না। ঐ লোকটা যার হাতে একটা অদৃশ্য জাদুদন্ড ছিল , যে একাই মাঠে একশো জনের সমান ছিল , সেই ধোনিকে মিস করছিলাম আজ। আজ পুরোনো টিম ইন্ডিয়াকে মিস করছিলাম।
Comments
This post currently has no comments.