তুমি যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাও ,তাহলে তোমাকে নিজে নিজেই এগিয়ে যেতে হবে
তুমি যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাও ,তাহলে তোমাকে নিজে নিজেই এগিয়ে যেতে হবে। কেউ আসে না পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে। তাই অন্যের আশায় থাকা বোকামি ছাড়া কিছুই নয়।
কারণ তুমি তোমার জন্য যতটুকু স্যাক্রিফাইজ করার মানসিকতা রাখ, অন্য কেউ সেই রকম রাখবে না। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার।
গন্তব্য তোমার, চলার পথ তোমার। তাহলে অন্য কেউ যদি তোমার চলার সঙ্গী নাও হয় তাহলে তোমার চলার গতি যেন থেমে না যায়।
মনে রেখো পথ চলতে দুটো পা লাগে , আর লাগে পথ চলার আত্মবিশ্বাস , এবং দুটোই তোমার নিজের।
নিজ পরিশ্রম আর সততার মাধ্যমে যতটুকু এগিয়ে যাবেন, সেই সফলতা কেড়ে নেয়ার ক্ষমতা কারো নেই।
আপনি পারবেন বলেই এখনো টিকে আছেন – এই বিশ্বাস রাখতেই হবে। কারণ আপনার জন্য আপনি নিজেই যথেষ্ট।
যদি অন্য কোনো উপায়ে বা অন্য কারো মাধ্যমে চলার পথ সহজ করে নেন, একটা সময় হিমশিম খেতেই হবে।
আপনার প্রস্তুতি, আপনার ধৈর্য্য আপনার জন্য সাফল্য এনে দেবে আজ হোক অথবা কাল। আপনি নিজে নিজেকে যতটা তৈরি করে নিতে শিখবেন, জীবন ঠিক ততটাই সহজ হয়ে আসবে।
বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সবাই শিখে নেয়। আপনাকেও শিখে নিতেই হবে। ভেঙে গিয়ে গড়ে তুলতে শিখতে হবে।
অন্ধকারে আলোর মুখ আপনাকেই বের করতে হবে। মনে রাখবেন সব দরজা বন্ধ হয়ে যাবার পরেও কোনো না কোনো দরজা খুলে দেন সৃষ্টিকর্তা নিজেই।
Comments
This post currently has no comments.