তোমার ধর্ম
তোমার ধর্ম কি তোমাকে অন্য ধর্মকে ছোট করে নিজের ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করার প্রতিযোগিতা করতে শিখিয়েছে??
তোমার ধর্ম যদি তোমাকে অন্য ধর্মের দেবদেবীর মূর্তি ,মন্দির বা মসজিদ ভাঙতে শিখিয়েছে ??
তোমার ধর্ম কি তোমাকে তোমার ভাইয়ের গায়ে হাত দিয়ে, তাদের ঘর জ্বালাতে শিখিয়েছে??
এসবের উত্তর যদি না হয় তবে তোমাকে অভিবাদন ,কারণ তুমি ধর্মের নামে যারা সন্ত্রাস সৃষ্টি করে , তাদের হাত থেকে তোমার ধর্মকে যোগ্য সম্মান দিয়ে রক্ষা করে বিশ্বের দরবারে তুলে ধরেছ ।
আর তোমার উত্তর যদি না হয় , তাহলে এই গল্পটা তোমার জন্যে।
এক গাঁয়ে এক শকুন তার ছেলেকে নিয়ে থাকত । একদিন শকুনের ছেলে শকুনকে বলল,” বাবা আজ আমার খুব খিদে পেয়েছে। অথচ আমি কোনো খাবার পাচ্ছি না । তুমি বল কিভাবে আমি খাবারের সন্ধান পাব। ”
উত্তরে শকুন বলল , ” বুদ্ধি থাকলে এ জগতে খাবার পাওয়া খুবই সহজ। তুমি বল তুমি কি খেতে চাও।”
উত্তরে শকুনের ছেলে বলল , বাবা অনেকদিন ধরেই আমার ইচ্ছা , মানুষের মাংস খাবার।
শকুন তখন , তার ছেলেকে বলল , ঠিক আছে, আমি তোমাকে আজ মানুষের মাংস ই খাওয়াব । তবে তোমাকে যা বলব তা তোমাকে করতে হবে।
শকুন তখন বলল , “কাজটা এমন কিছু শক্ত না । তোমাকে একটা শুকরের হাড় গ্রামের মসজিদের সামনে ও একটা গড়ুর হাড় গ্রামের মন্দিরের সামনে ফেলে আসতে হবে। তারপর তুমি কিছুক্ষণের মধ্যেই মানুষের মাংস পেয়ে যাবে।
তখন শকুনের ছেলে উড়ে গিয়ে, শুকরের মাংস একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এল!
কিছুক্ষণের মধ্যেই সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হল এবং কয়েকশ মানুষের লাশ পড়ে গেল, আর বাপ-বেটায় মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল।
বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করল, “বাবা, এত মানুষের মাংস এখানে কী করে এল?”
শকুন বলল, “এই মানুষ জাতটাই এরকম। সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছেন, কিন্তু ধর্ম
Comments
This post currently has no comments.